জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখা আয়োজিত গাজীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে কবিতায় বৈশাখ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব অনুষ্ঠানের মধ্যে আলোচনা সভা, কবিতা আবৃতি নৃত্য, সম্মিলিত সঙ্গীত, একক সঙ্গীতসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে জেলা শিল্পকলা একাডেমি, বন্ধুমহলসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি দুটি পর্বের মধ্যে ১ম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে কবিতা আবৃতি সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কবিতা পরিষদের সাধারণ সম্পাদক এম এ ফরিদ ও খন্দকার রফিকের উপস্থাপনায় আলোচনায় বক্তব্য রাখেন, কবিতা পরিষদ কেন্দীয় সিনিয়র সহসভাপতি আসলাম সানী, উপদেষ্ঠা জাতীয় কবিতা পরিষদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউব নয়ন, ভাওয়াল কলেজ বাংলা বিভাগ প্রধান অধ্যাপক অসিম বিভাকর, দৈনিক গণমুখপত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, শিল্পকলা কালচার অফিসার শারমীন জাহান গাজীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহ সরকার, কবি মেজবাউদ্দিন অনুষ্ঠানে সভাপত্বিত করেন জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাছির খান তপন।
টিএইচ